ফিক্কেলগাঁও: মেঘ, কাঞ্চনজঙ্ঘা আর পাহাড়ি মানুষের গল্প
KALIMPONG OFFBEATS
অভিষেক জোয়ারদার
9/16/20251 মিনিট পড়ুন


পাহাড়ের প্রতিটা গ্রামেই লুকিয়ে থাকে তার নিজের গল্প!
যে গল্পের একটা বড় অংশ জুড়ে থাকে সেখানকার মানুষ, তাদের জীবিকা, খাদ্যাভ্যাস আর বেঁচে থাকার লড়াই।
ফিক্কেলগাঁও (Fikkelegaon)—ইংরেজি Fickle মানে চঞ্চল!
কাঞ্চনজঙ্ঘা আর মেঘেদের লুকোচুরি বাদ দিলে বাকি গোটা গ্রামটা কিন্তু একেবারেই শান্ত। পাহাড়ি গ্রামের সরু পথে হাঁটতে হাঁটতে আপেল আর স্কোয়াশের ক্ষেত দেখতে দেখতে ভুলে যেতে পারেন AI, নেটফ্লিক্স বা শহুরে জীবনের কোলাহল। দূর থেকে চোখে পড়বে তিস্তার খামখেয়ালী প্রবাহের এক ঝলক।
এখানকার মানুষগুলোও ভীষণ গল্পময়— কেউ চাষবাস করে দিব্যি কাটিয়ে দিচ্ছেন জীবনের দিনগুলো, পুঁজিবাদী জীবনের মোহ কাটিয়ে।
কোথাও পাবেন বাণিজ্যিকভাবে সফল হোমস্টে, আবার কোথাও মালিক হচ্ছেন রিটায়ার্ড আর্মি অফিসার—অশীতিপর মাকে নিয়ে সীমিত গেস্ট নিয়েই খুশি থাকতে চান। ঘর খালি থাকলেও কোনো ভ্রুক্ষেপ নেই!আর আছে এমন কেউ, যিনি নিজের নির্ভেজাল প্রেম হারিয়ে স্মৃতিশক্তি হারাতে বসেছেন।
মানুষগুলোর খামখেয়ালীপনা আর সারল্য—এই গ্রামটার নামের সমার্থক বলাই যায়।
মেশিন লার্নিং এর যান্ত্রিক দুনিয়া থেকে একবার এখানে এসে কাটিয়ে যান। কথা দিচ্ছি, চুপ করে বসে থাকলে এখনো কানে ভেসে উঠবে ছোটবেলার সেই ঘুমপাড়ানি গান…
কিভাবে যাবেন?
নিউ জলপাইগুড়ি (NJP) বা শিলিগুড়ি থেকে রিজার্ভ গাড়িতে সহজেই পৌঁছানো যায়।শেয়ারে আসতে চাইলে কালিম্পং পর্যন্ত শেয়ারে এসে সেখান থেকে রিজার্ভ নিতে পারবেন।
খরচ কেমন?
থাকা-খাওয়া মিলিয়ে জনপ্রতি খরচ শুরু প্রায় ₹1100/- থেকে।
আশেপাশে দর্শনীয় স্থান?
দুরপিন দারা (Durpin Dara), ডেলো হিল ও ডেলো পার্ক (Delo Hill & Park), হানুমান টক (Hanuman Tok), স্থানীয় সাইট ভিজিট ও মনোরম ভিউ পয়েন্ট
বুকিং এর জন্য যোগাযোগ করুন +917047632072 (MountainTonic)